এ দুঃখ কি মাথায় রাখি না কাঁধে রাখি!!!!
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৪:১২:২৯ বিকাল
বেটা! জাইঙ্গা/দু’পাছার ফাঁক দেখা গেলে পেন্ট পরার দরকার কি? লেংটা থাক্।
জানেন! আজকালকার পোলাপাইন নাভির এতই নীচে পেন্ট পরে যে, কেশমুল ষ্পষ্ট দেখা যায়, জুঁকলে পাছা ও গঙ্গা যমুনা ক্লিয়ারলি চোখে পড়ে। যেন পেন্টটি তার শরীরে ভারি হয়ে আছে। এখনতো দেবদাস ষ্টাইলের পেন্ট বেজায় ফ্যাশন হয়ে দাড়িয়েছে। তালিঅলা, পাটা-ছিঁড়া পেন্ট পরে তরুণ সমাজ বিষণ খুশি। মনে মনে আহ্বলাদিত হয়।
কি যে ফ্যাশন বার হয়েছে, দেখলে জুতাপেটা করতে ইচ্ছে করে। বিদেশী চ্যানেল বিশেষ করে ভারতীয় চ্যানেলগুলো এসব পোলাপাইনের মগজ খাইছে। এ সব চ্যানেলে মেয়েদের গায়েও ফাটা ছিঁড়া ও তালিঅলা পেন্ট পরতে দেখা যায়। আমাদের দেশীয় সংস্কৃতি এরা ঝাড়ু দিয়ে বিদায় করছে। এ দুঃখ কি মাথায় রাখি না কাঁধে রাখি!!!!
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্যান্ট খুলেই আলকাতরা লাগান দরকার...
মন্তব্য করতে লগইন করুন